Friday, November 03, 2017

কিছু ভূল, কিছু কষ্ট মানুষের পরিবর্তনের জন্য দায়ী।

হয়তোবা নিজের অজান্তেই,
ইচ্ছা করে না তবুও আমার কথায়, আমার ব্যবহারে, আমার চাল-চলনে একটা মানুষ কষ্ট পেয়ে গেলো,,,,

আর মানুষটা যদি হয় আপনার ভালোবাসার, আপনার কলিজার, আপনার খুব আপন।
এবং আপনি বুঝতে পেরেছিলেন যে, সে কষ্ট পেয়েছে আপনার জন্য, তাহলে কি করা যায় বলতে পারেন?

আমি যদি বুঝতে পারি তাহলে এনি হাউ তখনই মামলা ফিনিশ করতে চেষ্টা করতাম, এবং আমার মতে তাই করা উচিৎ।

কিন্তু এমনটা আপনার সাথে হয়েছে, কেমন লাগতো একটু ভাবুনতো।

একজন আমাকে বললো, যেহেতু তোমার ভালোবাসার মানুষ, সুতরাং ছাড় দাও, সেক্রিফাইস করো কারন ভালোবাসা মানেইতো সেক্রিফাইস।

আমি তার সাথে একমত,,,

তবুও কিছু কষ্ট, কিছু ভূল মানুষকে
পরিবর্তন করতে সাহায্য করে।

নরম হৃদয়টাতে সহজেই দাগ পরে যায়, যদি সেটা ভালোবাসার মানুষের কাছ থেকে পাওয়া হয়।

ক্ষুদ্র ক্ষুদ্র দাগ গুলি একদিন হৃদয়টাকে ভাংতে সাহায্য করে।

পরিবর্তনতো হতেই পারে।

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Best and great collection of calculator available here for you. You can control your Finance by Finance Calculator.

    ReplyDelete